মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ সোমবার বিশ্ব শিশু দিবস। এই শিশু দিবস উপলক্ষে বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী ভূপানন্দ শিশু নিকেতনে মহাসমারহে অনুষ্ঠিত হলো বিশ্ব শিশু দিবস।
শিশুরাই হলো দেশের ভবিষ্যৎ। আগামী প্রজন্ম দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তা শিশুদেরই উপর নির্ভর করছে। এই শিশুদের সম্মান জানাতে ভূপানন্দ শিশু নিকেতনে উপস্থিত হলেন সুদূর কাটোয়া থেকে আগত উদয় চাঁদ চৌধুরী উপস্থিত ছিলেন জয়দেব সংস্কৃতি পরিষদের সভাপতি শান্তি কুমার রজক, ভূপানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক মাধবানন্দজী, শিক্ষক দেবরঞ্জন দত্ত, জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গুণী ব্যক্তিরা।
এদিন সকাল আটটায় একটি প্রভাত ফেরী বের হয়, যা স্কুলের প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরীর শেষে নৃত্য সঙ্গীত কবিতা আবৃতি মধ্য দিয়ে পালন হয়। এদিন প্রত্যেককে কিছু মনের প্রতিভাকে কিভাবে বিকাশ করতে হবে এবং শিশুদের কিভাবে যত্ন করে সম্মান দিয়ে বড় করতে হবে সেই সম্পর্কে বিশেষ আলোকপাত করা হয়।