Breaking News

ভুল অস্ত্রোপচারে কাটা পড়ল মহিলার মূত্রথলি, শাস্তির মুখে নার্সিংহোম

 

রমা চ্যাটার্জী, দক্ষিণ দিনাজপুরঃ অস্ত্রোপচার করতে গিয়ে এক প্রসূতির মূত্রথলি কাটার অভিযোগে ৪ লক্ষ টাকা জরিমানা হলো বালুরঘাটের এক নার্সিংহোমের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারী মাসে বালুরঘাটের ত্রিধারা ক্লাব সংলগ্ন থাকা নাসিংহোমের এক চিকিৎসকের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরে কাছে লিখিত অভিযোগ দায়ের করে শহরের এক গোপালন কোলনীর বাসিন্দা রনজিৎ দাস। অভিযোগ করেন, তার স্ত্রীর প্রসব ব্যথা নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হলে তাকে রেফার করে নার্সিংহোমে অস্ত্রোপচার করবার পরামর্শ দেন এক মহিলা চিকিৎসক।  ৫০ হাজার টাকার বিনিময়ে নার্সিংহোমে অস্ত্রোপচার করার পরে হঠাৎ অসুস্থ হয়ে পরলে মালদাতে রেফার করা হয়। সেখানে ভর্তি করা হলে চিকিৎসক জানিয়ে দেন মহিলার অস্ত্রোপচার করবার সময় মূত্রথলি কাটা গিয়েছে। 

চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের হতেই এই নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়। অবশেষে চিকিৎসার গাফিলতির কারণে মহিলার মূত্রথলি কেটে যাবার বিষয় প্রমান হতেই নার্সিংহোম কতৃপক্ষের বিরুদ্ধে চার লক্ষ টাকা জরিমানা‌ ধার্য করা হয়।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *