দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বিভিন্ন দূর্নীতি ইস্যুতে তদন্ত করছে ইডি, সিবিআই। তার বিরুদ্ধে শাসক দলের রাজনৈতিক সমাবেশকে সফল করার জন্য আদিবাসী সমাজের মানুষকে ধর্মীয় সুড়সুড়ি দেওয়া হচ্ছে, খাতড়ার বিক্ষোভ মিছিল থেকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা গোডেৎ বিপ্লব সরেন। রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ভাবাবেগকে ব্যবহারের বিরুদ্ধে ও পৃথক ধর্মীয় কোডের দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল ও অনান্য আদিবাসী সামাজিক সংগঠনের ডাকে শুক্রবার মিছিল ও জমায়েতের ডাক দেয়।
এদিন বিক্ষোভ মিছিল খাতড়া বাজার পরিক্রমা করে এবং প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখান মিছিলে অংশ গ্রহণকারী আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারপর খাতড়া বাজারে হয় জনসভা।
উল্লেখ্য, রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডির উদ্যোগে ‘সারনা’ ও ‘সারি’ ধর্মকে স্বীকৃতি দেওয়ার দাবিতে এবং কেন্দ্রীয় সরকারি সংস্থা ইডি ও সিবিআই দিয়ে ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে ১০ সেপ্টেম্বর সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশকে সফল করতে রাজনৈতিক স্বার্থে আদিবাসী মানুষের ধর্মীয় ভাবাবেগকে ব্যবহার করা হচ্ছে বলে আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব অভিযোগ তুলেছেন।
অন্যদিকে, শনিবারের সমাবেশ নিয়ে একটি পোস্টার সামাজিক মাধ্যমে ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে রানীবাঁধ বিধানসভা তৃণমূল কংগ্রসের নাম দিয়ে সেই পোস্টার প্রচার করা হচ্ছে, যেখানে লেখা রয়েছে “জনসভা শেষে বিশেষ আকর্ষণ কল্পনা হাঁসদা অর্কেষ্ট্রা”, যা নিয়েও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃত্ব।
Social