টুডে নিউজ সার্ভিসঃ ভারতবর্ষের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে তিনি জয় লাভ করেন এবং ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হন।
২৪ জুলাই শেষ হচ্ছে দেশের ১৪তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ। এর পরে ২৫ জুলাই শপথ নেবেন দ্রৌপদী।
রাষ্ট্রপতি হিসেবে জয়ের জন্য দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৬,৭৩,৮০৩ ভোট, আর যশবন্ত সিনহা পেয়েছেন ৩,৮০,১৭৭ ভোট। ভারতবর্ষের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু।