ফয়জল শেখ ওরফে পলাশ (নিজস্ব ছবি) |
টুডে নিউজ সার্ভিস, বীরভূমঃ বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের মুল অভিযুক্ত ফয়জুল খান ওরফে পলাশকে মঙ্গলবার রাতে বগটুই গ্রাম থেকে গ্রেফতার করে সিবিআই। উল্লেখ্য, গত ২১ মার্চ রাত সাড়ে ৮ টা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ-কে। উক্ত খুনের ঘটনার প্রতিহিংসায় বগটুই গ্রামে বাড়িতে অগ্নিসংযোগ ঘটিয়ে খুন করা হয় ১০ জনকে।
বগটুই গ্রামের দু’টি ঘটনারই তদন্তের দায়িত্ব ভার নেয় সিবিআই। তদন্তে নেমেই ভাদু শেখ খুনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে। সেখানে দেখা যায়, ভাদু শেখ একটু স্কুটিতে বসে ফোনে কথা বলছেন। সে সময় হঠাৎ দু’টি বাইকে চারজন দুষ্কৃতী তার কাছাকাছি আসে এবং চলন্ত বাইক থেকেই একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে ভাদু শেখ মাটিতে লুটিয়ে পড়তেই অপর এক দুষ্কৃতী পিস্তল বের করে গুলি ছোড়ে। বেশ কয়েকটি বোমা মেরে সেখান থেকে দুষ্কৃতীরা চলে যায়।
ধৃতকে বুধবার রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ৮ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন।
Social