টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ মহাদেবের কপালে ফোঁটা দিলেন কেরিমা বিবি। না না এ সেই কৈলাসের মহাদেব না, মহাদেব বাউরি। বুধবার ৫০ জন দুঃস্থ মানুষদের নিয়ে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক অভিনব ভাইফোঁটার আয়োজন করলো বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি।
ভাইফোঁটার নিয়ম মেনেই বোনেরা ফোঁটা দিল ভাইদের কপালে এবং উপহার দিল পাঞ্জাবি, ভাইরা বোনেদের উপহার দিল শাড়ি, বাদ যায়নি ভাইফোঁটার খাওয়া দাওয়াও।
সংস্থার সদস্যা অঙ্কিতা শ্যাম জানান “উপস্থিত ভাই বোনেদের মধ্যেই কেউ করতেন আমাদেরই বাড়ির বাসিকাজ, কেউ করতেন ক্ষেতমজুরের কাজ আবার কেউ চালাতেন রিক্সা, সেই রিক্সা করেই আমরা গেছি স্কুলে কিংবা শপিংমলে কিন্তু বয়েসের ভারে সাধ থাকলেও কোলায় না সাধ্যে। তাই আজ করা হয়েছে এমন আয়োজন।”
এদিন খায়রুন্নেসা খাতুন ফোঁটা দিলেন পঞ্চম পাসোয়ানকে, মামনি ঘোষ ফোঁটা দিলেন মন্টু সেখকে এছাড়াও ছিলেন সুরবালি সরেন, আনোয়ারি বিবি, ধনঞ্জয় পাল, সুমিত্রা চৌধুরী সহ আরও অনেকে। ফরিদা বিবি জানান‚ “এ অনুষ্ঠানে আমরা খুব আনন্দিত।প্রতি বছরই হোক এমন অনুষ্ঠান।”
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন‚ “জাতি ধর্ম নির্বিশেষে শুধু মানুষের পরিচয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবার ডাক দিয়েছি এবং ওনারাও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে আমরা সকলে খুব আনন্দিত।”
Social