সেখ সামসুদ্দিন, মেমারিঃ এক মহিলার সঙ্গে প্রতিহিংসা বসত চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে স্কুল থেকে ডেকে এনে পরিকল্পনা করে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল কাকা আবু শেখ-এর বিরুদ্ধে। আগের দিন বিকেল পেরিয়ে গেলেও স্কুল থেকে বাড়ি ফেরেনি ঐ ছাত্র বেলুয়ার শেখ (৯)। শুরু হয় পরিবারের খোঁজাখুঁজি। গভীর রাত পর্যন্ত খুঁজে না পেয়ে মন্তেশ্বর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবার।
পুলিশ এসে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে কাকার সাথে বেলুয়ার শেখ মাঠের দিকে নিয়ে গিয়েছে জানতে পারে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই সব স্বীকার করে নেয় অভিযুক্ত কাকা এবং ভাইপকে খুন করে ঝোপের মধ্যে ফেলে রেখেছে তা দেখিয়ে দেয়। ঝোপ থেকে বেলুয়ার শেখের মৃতদেহ উদ্ধার করে। ভাইপোকে খুনের অভিযোগে আটক কাকা আবু শেখ-কে।
পরিবার সূত্রে জানা গেছে, কাকা আবু শেখের সাথে এলাকার এক মহিলার সম্পর্ক রয়েছে। সেই মহিলার সঙ্গে মৃত বেলুয়ার শেখের বাবা আলী সেখেরও সম্পর্ক রয়েছে। যা জানতে পারে কাকা আবু শেখ। সূত্রের খবর, ওই মহিলাকে নিয়ে দিন কয়েক আগে পালিয়ে যায় বাবা আলী শেখ। এরপরই দাদার প্রতি হিংসাবসত দাদার ছেলে অর্থাৎ নিজের ভাইপো বেলুয়ার শেখকে ঠান্ডা মাথায় খুন করার পরিকল্পনা করে। সেই মত গত বৃহস্পতিবার দুপুর নাগাদ স্কুল ছুটির পর ভাইপো বেলুয়ারকে আইসক্রিম দিয়ে ও টাকার লোভ দেখিয়ে স্কুল থেকে ডেকে নিয়ে যায়। পাটিকেল ডাঙা গ্রামের শেষ সীমান্তে নির্জন ঝোপে শ্বাসরোধ করে খুন করে মৃত দেহ লুকিয়ে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে গ্রামে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।