বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বাড়ির সামনে দুষ্কৃতী হামলা গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক প্রাক্তন পুলিসকর্মীর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী গয়েশপুর পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডে। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় বছর ৬০ ঊর্ধ্ব জনার্দন সরকারের। স্থানীয় সুত্রে খবর প্রতিদিনের ন্যায় সন্ধায় বাড়ির সামনে রাস্তার উপর পথ কুকুদেরকে খাওয়ানোর সময় বাইকে চেপে একদল দুস্কৃতি গুলি করে পালিয়ে যায়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে প্রাক্তন পুলিশকর্মী জনার্দন সরকার। গুলির শব্দে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর।
গুলির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ প্রশাসন। ঘটনাস্থল থেকে আক্রান্ত জনার্দন সরকারকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য। জেএনএম হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ষাটোর্ধ্ব বৃদ্ধ জনার্দন সরকার পেশায় প্রাক্তন পুলিশ কর্মী ছিলেন। তবে কি কারনে এমন ঘটনা তা এখনও কিছু পোস্ট নয়। পুরো ঘটনার তদন্তে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে নিহত অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।।

