টুডে নিউজ সার্ভিস, পূর্ব মেদিনীপুরঃ ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে খুন করল পুলিশ স্বামী। ঘটনাটি ঘটেছে শুক্রবার পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি গার্লস স্কুলের সামনে। স্বামী হলেন মারিশদা থানার একজন পুলিশ কর্মী। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি শহরে। জানা যায় গৃহবধূর নাম বর্ণালী রায় (৩৭)। তার বাড়ি কাঁথির ছ’নম্বর ওয়ার্ডের মনোহরচকে। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম বাপ্পাদিত্য রায়।
সূত্রের খবর, শুক্রবার মেয়েকে নিয়ে পরীক্ষার জন্য কাঁথির গার্লস স্কুলে এসেছিলেন ওই গৃহবধূ। মেয়েকে স্কুলের ভেতর ঢুকিয়ে বাইরে অপেক্ষা করছিলেন তিনি। স্কুলে পৌঁছায় তাঁর স্বামী বাপ্পাদিত্য রায় এবং স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কে নিজের স্ত্রীর বুকে ছুরি চালায় ঐ পুলিশ স্বামী। এরপর গৃহবধূকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই স্ত্রীকে খুন করার ঘটনায় অভিযুক্ত স্বামী বাপ্পাদিত্য রায়-কে আটক করেছে পুলিশ।
Social