Breaking News

ব্লাড ব্যাঙ্কের কর্মীর গলায় জুতার মালা পরিয়ে দিলো রক্তদাতারা

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ নদীয়ার কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালের ব্লাড ব্যাঙ্কের রক্তের চোরাকারবারি সঙ্গে যুক্ত কৌস্তব কুন্ডুকে বগুরা হাসপাতালে কর্মে যোগদান করতে গেলে আটকে দিল বগুলা হসপিটালের সম্মুখে রক্ত আন্দোলন সংগঠনের কর্মী বৃন্দরা। অভিযুক্তের গলায় পরিয়ে দিল জুতোর মালা। স্বেচ্ছাসেবী সংগঠনের দাবি অবিলম্বে এই ব্যক্তিকে সাসপেন্ড করতে হবে এবং তার উপযুক্ত শাস্তি দিতে হবে । তাদের দাবি এদের মত সরকারি কর্মীরা দিনের পর দিন যে হারে রক্ত নিয়ে কালোবাজারি করেছে তাদের শুধু এক হাসপাতাল থেকে অন্য হাসপাতলে বদলি করে দেওয়া এটা কোন শাস্তি হতে পারে না। তাই তাদের অবিলম্বে সাসপেন্ড করিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর এই নিয়ে গত দু’দিন ধরে নদীয়া জেলার সিএমওএস দপ্তর থেকে জেলার বিভিন্ন হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন স্বেচ্ছাসেবী সংগঠনের আন্দোলনকারীরা। আর তারপরই এদিন বগুলা হাসপাতালে অভিযুক্ত তিনি তার কাজের যুক্ত হতে গেলে তাকে সেখানে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। সেখানেই তাকে রক্ত কেলেঙ্কারিতে যুক্ত কৌস্তব কুন্ডুকে পরিয়ে দেওয়া হয় জুতোর মালা।

অপরদিকে এই বিষয় নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির নেতৃত্ব। তার বক্তব্য রাজ্য সরকার কাটমানি এবং দুর্নীতিতে ভরে গেছে । যারা এই সমস্ত কাজ কর্মের সাথে যুক্ত তাদের মাথার ওপর রয়েছে তৃণমূলের হাত। তাই তাদের সাজা দেওয়ার বদলে প্রমোশন দেওয়া হয় বলে এমনটাই জানালেন বিজেপি নেতা।

তবে রক্তদাতাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে হবে। না হলে পরে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা।

About Burdwan Today

Check Also

মৎস্য চাষ নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শিবির মন্তেশ্বরে

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ মন্তেশ্বর ও মেমারি দু’নম্বর ব্লকের প্রায় ৩০ জন মৎস্য চাষীকে নিয়ে প্রশিক্ষণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *