Breaking News

ব্লক সভাপতির নাম ঘোষণার আগেই বর্ধমান ২ ব্লকে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে

টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ ইতিমধ্যেই বিভিন্ন জেলার ব্লক  কমিটি, শহর কমিটি ঘোষণা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও আরো বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেস ও শাখা সংগঠনের কমিটি ঘোষণা করা হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে। পূর্ব বর্ধমান জেলাতে ঘোষণা করা হবে ব্লক কমিটি ও শহর কমিটি। অনেকদিন ধরেই জল্পনা চলছে কে হবেন বর্ধমান দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি। বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম উঠে আসছে রাজ্য ও জেলা স্তর থেকে। 

বর্ধমান দু’নম্বর ব্লকের সভাপতি শ্যামল দত্ত প্রয়াত হওয়ার পর দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে ব্লক সভাপতি পদ।সেই মর্মে  বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় গ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। কারণ বর্ধমান দু’নম্বর ব্লক এর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে যার নাম উঠে আসছে তাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে মানতে চাইছেন না তৃণমূলের  একাংশ।  ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর বিরোধীরা যখন মাথা ছাড়া দিয়ে উঠেছিল তখন ব্লক সভাপতি হিসেবে মনোনীত তৃণমূল কংগ্রেসের ঐ নেতা   কে তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে দেখতে পাওয়া যায়নি। একুশে জুলাই উপলক্ষে দলের তরফে দেওয়া হয়েছিল বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন ব্লক সভাপতি হিসেবে নাম উঠে আসা সেই তৃণমূল কংগ্রেস নেতার। ব্লকের বিভিন্ন কর্মসূচিতেও তিনি অনুপস্থিত থাকতেন। তাই আগতো পঞ্চায়েত ভোটে যদি তাকে ব্লক সভাপতি করা হয় দলের তরফে তাহলে  সাংগঠনিক ভাবে  ক্ষতির সম্মুখীন হতে হবে। কিছুদিন আগে এক ভাইরাল অডিওতে দেখা গিয়েছিল সেই তৃণমূল কংগ্রেসের নেতা এক মালিকের কাছে ক্ষমতার অপব্যবহার করে টাকা চাইতে। তাই আজ সাংবাদিক বৈঠকে বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষান  ক্ষেত মজদুর সেলের সভাপতি মোঃ মহসিন সাংবাদিক বৈঠকে বলেন, দল যদি সেই তৃণমূল কংগ্রেস নেতাকে  ব্লক সভাপতি হিসেবে দায়িত্বভার দেয় পরবর্তীকালে আমরা আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা কোন পদক্ষেপ গ্রহণ করব। কারণ উনিশ সালের লোকসভা নির্বাচনের পর তিনি বিজেপি ও সিপিএমের সাথে আঁতাত করে বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিশীথ কুমার মালিক কে হারানোর চেষ্টা করেছিলেন। তাকে ব্লক সভাপতি না করা হয় এবং বিধায়ক নিশীথ কুমার মালিকের প্রস্তাবিত ব্যক্তিকেই ব্লক সভাপতি হিসেবে দায়িত্ব দিতে হবে। আমাদের এই প্রস্তাব আমরা দলের মন্ত্রী মলয় ঘটকের হাতে তুলে দেব এবং মেল মারফত সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কাছে পাঠিয়ে দেবো। দল যাতে আমাদের এই আরজি গুরুত্ব সহকারে দেখে সেই প্রস্তাব আমরা রাখছি।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *