Breaking News

ব্লক সভাপতির আবাসনে ডাকাতি

 

টুডে নিউজ সার্ভিস, আসানসোলঃ শাসকদলের ব্লক সভাপতির বাড়িতে ভয়াবহ ডাকাতি। আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট নগদ টাকা সহ সোনার গয়না। শনিবার মাঝ রাতে ঘটনাটি ঘটে ছোড়া রিজিওনাল হসপিটাল খনি আবাসনে ।

শনিবার মাঝরাতে আসানসোলের জামুরিয়া ব্লক-২ এর তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার ভট্টাচার্যের আবাসনে ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা। সুকুমার বাবু ইসিএল কর্মী। ছোড়া রিজনাল হসপিটাল চত্বরে আবাসনে পরিবার নিয়ে থাকেন তিনি। জামুরিয়া থানার কেন্দায় তার পৈতৃক বাড়ি। শনিবার রাতে আবাসনে ডাকাতির ঘটনাটি ঘটে। 

রবিবার সকালে সুকুমার বাবু জানান, গতকাল রাতে তিনি কেন্দায় পৈতৃক বাড়িতে ছিলেন। আবাসনে ছিল স্ত্রী ও ছেলে। রাত্রি ১:৪৫ নাগাদ ৬ জন সশস্ত্র দুষ্কৃতী প্রাচীর টোপকে আবাসনে ঢোকে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি নেয় তারা। আনুমানিক  নগদ দেড় লক্ষ টাকা ও প্রায় দশ ভরি সোনার গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে সুকুমার বাবু দাবি করেন। প্রায় দু’ঘণ্টা দুষ্কৃতীরা আবাসনে তাণ্ডব চালায়, তছনছ করে বাড়ির সমস্ত জিনিসপত্র। সুকুমার বাবু জানান স্ত্রী ও ছেলের কাছে দুষ্কৃতীরা জানতে চেয়েছিল আমি কোথায় আছি। দুষ্কৃতীরা সুকুমার বাবুর খোঁজ কেন জানতে চাইছিল তাই নিয়ে শুরু হয়েছে ধন্দ্ব। নিছক ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা এসেছিল নাকি তাদের অন্য কোনো মতলব ছিল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 

সোমবার সকালে ঘটনাস্থলে আসেন অন্ডাল থানার ওসি সহ পুলিশ ও ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকেরা, তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এক পুলিশ আধিকারিক। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের রয়েছে। তার আগে শাসক দলের ব্লক সভাপতির বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ও থাকতে পারে বলে মত এলাকাবাসীর।

About Burdwan Today

Check Also

কার্তিক লড়াইকে ঘিরে জমজমাট কাটোয়া

রাহুল রায়, কাটোয়াঃ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সকলের কাছে সব থেকে বড় পুজো হল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *