দীপক মুখার্জি, সিউড়িঃ সাধারণত বিজয়া সম্মেলন দেখা যায় কোনো রাজনৈতিক দল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও নির্দিষ্ট কোনো সংস্থার পক্ষ থেকে। কিন্তু, এদিন সন্ধ্যায় এক ব্যতিক্রমী বিজয়া সম্মেলনের সাক্ষী থাকলো সিউড়িবাসী। দীর্ঘ ২৬ বছর রাজনীতির সাথে যুক্ত থেকেও অরাজনৈতিক বিজয়া সম্মেলন ও গুণীজনদের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেন সিউড়ির বর্তমান কাউন্সিলর তথা প্রাক্তন পৌরপতি উজ্জ্বল চ্যাটার্জী।
উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে, সমাজের সকল স্তরের মানুষ একত্রিত হন। উপস্থিত ছিলেন সিউড়ির বেশ কিছু কাউন্সিলর সহ প্রাক্তন চেয়ারম্যান বর্তমান কাউন্সিলর তপন সুকুল ও উজ্জ্বল মুখার্জি। এছাড়া সিউড়ি ও রামপুরহাট হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, চিকিৎসক ও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা। করোনা মহামারীতে যখন সারা বিশ্ব নাজেহাল, জনজীবন বিপর্যস্ত। সেই সময় নিজের জীবন উৎসর্গ করে যে সব মানুষ, সমাজসেবী, মানুষের সেবায় নিজেকে নিয়জিত করেছিলেন তাদেরকে বিশেষভাবে সম্মানিত করেন উজ্জ্বল চ্যাটার্জী। শুধু তাই নয় প্রয়াত ডাক্তার অমল রাই যিনি করোনার যুদ্ধে নিজেকে শহীদ করেন তাঁর স্ত্রীকে এই মঞ্চে বিশেষভাবে সম্মানিত করা হয়।
ডাক্তার ছাড়াও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যে সকল ল্যাব টেকনিশিয়ানরা করোনা পরীক্ষার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন তাঁদেরও সম্মান প্রদান করা হয়। সর্বোপরি যে বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল সেটি হল করোনার সময় সারা বিশ্ব যখন স্তব্ধ, রাস্তার সারমেয়রা অভুক্ত, এই অভুক্ত সারমেয়দের পাশে যে সংস্থাটি নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদেরকে তাঁদের সেবায় নিয়োজিত করেছিলেন সেই নির্বাকন্নকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
এই সন্ধ্যায় আলোকোজ্জ্বল মঞ্চে দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে এক ব্যতিক্রমী ও অভূতপূর্ব দৃষ্টান্ত রেখে গেলেন উজ্জ্বল চ্যাটার্জী। যিনি সিউড়ি বাসীর প্রিয় উতু দা।
Social