মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বোলপুরের শান্তিনিকেতনের সন্নিকট মোলডাঙ্গা গ্রামে ছোট্ট শিবম ঠাকুর গত রবিবার নিখোঁজ ছিল। কিন্তু, মঙ্গলবার দিন বেলা তিনটার সময় তাঁর রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করা হয় পাশের বাড়ি রুবি বিবি বাড়ির চিলেকোঠা চাল থেকে। পাশের বাড়ির রুবি বিবি ছোট্ট শিবম ঠাকুরকে অপহরণ করে খুন করেছে বলে অভিযোগ। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু, বুধবার দেখা গেল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে। তিনি এদিন প্রথমে বোলপুর শান্তিনিকেতন থানায় যান এবং থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি বোলপুর শান্তিনিকেতন থানা থেকে বের হয়ে আবার মোলডাঙ্গা গ্রামে যেখানে ছোট্ট শিবম ঠাকুর খুন হয়েছে তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু, দেখা গেল স্থানীয়রা লকেট চট্টোপাধ্যায়কে দেখে গো-ব্যাক স্লোগান দিতে থাকে এবং তাঁকে গ্রামের ভেতর প্রবেশ করতে বাধা দেওয়া হয়। গ্রামের মানুষজন চাইছেন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য কোনো রাজনৈতিক নেতাকে প্রবেশ করতে দেবেন না। গোটা গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা না ঘটে। লকেট চট্টোপাধ্যায়কে গ্রামের মানুষ প্রবেশ করতে বাধা দেওয়ায় তিনি বোলপুর শান্তিনিকেতন থানার সামনে বসে পড়েন এবং বিক্ষোভ দেখাতে থাকে।
Social