মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বোলপুর ডাকবাংলা ময়দান হইতে তৃণমূল কংগ্রেসের এক মহামিছিল শুরু হয় যা বোলপুর পথ পরিক্রমা করে বোলপুর চৌরাস্তায় শেষ হয়। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বোলপুরের বিধায়ক ও পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, নানুরে বিধায়ক বিধান চন্দ্র মাঝি, সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রামপুরহাটে বিধায়ক ও ডেপুটি স্পিকার আশীষ বন্দোপাধ্যায়, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।
এছাড়া নানুর, লাভপুর ইলামবাজার ব্লকের তৃণমূলের নেতৃত্ব বৃন্দ।
কেন্দ্র সরকারের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সামনে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এদিনের এই মহামিছিলের আয়োজন।।