টুডে নিউজ সার্ভিস, তমলুকঃ রাস্তার দাবিতে এবার রাজ্য সড়ক অবরোধ করল গ্রামের মহিলারা। তমলুক ব্লকের পদমপুর এক গ্রাম পঞ্চায়েতের পদমপুর গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বহিচবেড়িয়া বাজার থেকে খড়িডাঙ্গর পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা চলার অযোগ্য। দীর্ঘ ১৫ বছর পার হয়ে গেছে তবুও রাস্তা হয়নি। মিলেছে শুধু রাস্তার আশ্বাস।
বর্ষাকালীর বৃষ্টি হচ্ছে আর তার ফলেই চলার অযোগ্য হয়ে উঠেছে পদমপুর গ্রামের এই মূল রাস্তা। নিত্যদিন যাতায়াতের পথে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই বাধ্য হয়ে দিন বহিচবেড়িয়ার কাছে শ্রীরামপুর মেজাদা রাজ্য সড়ক অবরোধ করে গ্রামের মহিলারা সহ গ্রামবাসীরা।
অফিস টাইমে দীর্ঘক্ষণ অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দু’ঘণ্টা ধরে অবরোধ চলে। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।