Breaking News

বেলুড়ে সারদা দেবীর ১৭০তম জন্মতিথি পালন

 

টুডে নিউজ সার্ভিসঃ বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর শ্রী শ্রী সারদা দেবীর ১৭০ তম জন্মতিথি। আর এই উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ। বেলুড় প্রথা অনুযায়ী মহাসমারোহে ভোর বেলা থেকেই মাতা ঠাকুরানির জন্মতিথি উৎসব পালন করা হয়। ভোর ৪টা ৪৫ মিনিটে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 

এরপর স্তব গান বেদ পাঠ, ভজন এবং বিশেষ পূজা ও হোম। সকাল আটটা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভা মণ্ডপে চলে বিভিন্ন অনুষ্ঠান। কথা পাঠ ভক্তিগীতি গীতিনাট্য ভজন ইত্যাদি। সকাল ১১ টায় হয় প্রসাদ বিতরণ। দুপুর তিনটেয় ধর্মসভা, ধর্ম সভার শেষে মূল মন্দিরে সন্ধ্যারতির পরই শেষ মায়ের জন্ম তিথি উৎসব। 

করোনার বিধি নিষেধ শেষে সকলের জন্য মঠ উন্মুক্ত করে দেওয়ার পর এবারে ভক্তদের ঢল নেমেছে বেলুড় মঠে।

About Burdwan Today

Check Also

মহিলাকে মারধরের অভিযোগে বসতপুর এলাকা থেকে গ্রেফতার ১

জ্যোতির্ময় মণ্ডল, মন্তেশ্বরঃ প্রতিবেশী এক মহিলাকে মারধরের অভিযোগে একজনকে গ্রেফতার করলো মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *