পাপু লোহার, বর্ধমানঃ বৃহস্পতিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন ব্লকের মাদার ও যুব সভাপতির নাম ঘোষণা করা হয়। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ভবানী ভট্টাচার্যকে, সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন হিরন্ময় ব্যানার্জি। পাশাপাশি কাঁকসা ব্লকের যুব সভাপতি হিসেবে দায়িত্বে বহাল রয়েছেন কুলদীপ সরকার, এবং যুব সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি-কে।
একই সাথে কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যা দেবযানী মিত্র এবং কাঁকসা ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্বে চন্দন রায়।
বৃহস্পতিবার এই খবর কাঁকসা ব্লকে ছড়িয়ে পড়তে আনন্দে মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কাঁকসা ব্লকের সহ সভাপতি হিরন্ময় ব্যানার্জি ও কাঁকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবযানী মিত্র-কে শুভেচ্ছা জানান পানাগড় বাজারের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং জেলা যুব সাধারণ সম্পাদক সন্দীপ মহল।
সদ্য দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় ব্যানার্জি জানান, তাদের দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়ে তাদের দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য সেই দায়িত্ব মেনে তারা আগামী দিনে সংগঠন মজবুত করতে ব্লক জুড়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন।
Social