পাপু লোহার, বুদবুদঃ আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে শুরু হয়েছে ‘মিট ইউর অফিসার‘ কর্মসূচি। বুদবুদ থানা এলাকার মানুষের কাছ থেকে সরাসরি তাদের অভাব অভিযোগ শুনতে বৃহস্পতিবার বুদবুদ থানায় ‘মিট ইউর অফিসার’ কর্মসূচি পালন করা হলো।
আসানসোল-দূর্গাপুর পুলিশ কমিশনার সুবীর কুমার নীলকান্তমের পরিকল্পনায় এবং বুদবুদ থানার ওসি মহঃ মইনুল হকের অক্লান্ত পরিশ্রমে এই কর্মসূচি পালন করা হয় বুদবুদ থানা প্রাঙ্গনে। উপস্থিত ছিলেন ডি,এস,পি (পূর্ব) অভিষেক গুপ্তা ও অন্যান্য পুলিশ আধিকারিক এবং মানকর কলেজের প্রতিনিধি, এন,এইচ কর্তৃপক্ষ, ব্যাঙ্ককর্মী, বুদবুদ চেম্বার কমার্সের সম্পাদক, সভাপতি প্রমুখ।
মূলতঃ সাধারণ মানুষের অভিযোগ শুনতে এবং তার প্রতিকার করতে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বুদবুদ থানার পক্ষ থেকে দুঃস্থ ব্যাক্তিদের হুইল চেয়ার প্রদান, আদিবাসীদের বস্ত্র বিতরণ, কৃতি পড়ুয়াদের শিক্ষার সামগ্রী, ক্লাবদেরকে ফুটবল ও খেলার সরঞ্জাম এবং অসহায় মানুষদের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
Social