পাপু লোহার, কাঁকসাঃ বুদবুদ বাজার চেম্বার অফ কমার্স-এর দূর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায়। তাদের এই পুজো ৭৩তম বর্ষে পড়ল। বৃহস্পতিবার বিকালে ধামসা মাদলের সাথে স্বাগত জানাই বুদবুদ বাজার কমিটি। এদিন ছিলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় সহ গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই, গলসি-২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চ্যাটার্জী, বুদবুদ থানার ভারপ্রাপ্ত ওসি এনামুল হক সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা।
এদিন ফিতে কেটে পুজো মণ্ডপের দ্বার উদঘাটন করলেন মেয়র বিধান উপাধ্যায় ও বিধায়ক নেপাল ঘরুই, পাশাপাশি প্রদীপ প্রজ্জ্বলন ও চতুর্থীতে মায়ের বেদিতে পুষ্প অর্পণ করে শুভ সূচনা হলো। হিন্দি ভার্সিটির জনকল্যাণ সমিতির প্রেসিডেন্ট বিনোদ শর্মা জানান সব থেকে বাজার কমিটি তথা বুদবুদ বাজার চেম্বার অফ কমার্সের এবছরের পুজো মন্দিরের আদলে মন্ডপ ও মন্ডপে সামঞ্জস্য রেখেই প্রতিমা হয়েছে। মেয়র বিধান উপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে নির্বিশেষে যেভাবে বসবাস করে সেই ভাবেই আমরা একসাথেই দুর্গোৎসব পালন করব। আর এবারের পূজো ইউনেস্কো থেকে যে আখ্যা পেয়েছে সেই জায়গা আর কেউ নিতে পারবে না।
Social