মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ ফের বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশ গ্রেফতার করল নকল সোনার কারবারিকে। সাঁইথিয়ার কোনো এক অঞ্চল থেকে হাওড়া বাগনানের বাসিন্দা শেখ মুজিবুর রহমানের কাছে ফোনে খবর যায় মাটি খুড়তে গিয়ে বেশ কিছু সোনা পাওয়া গেছে। সেই কথা মোতাবেক শেখ মুজিবুর রহমান ও ইন্তাজ উদ্দিন মৃধা নামে দু’জন ব্যক্তি সোনাগুলি পরীক্ষা করার জন্য দেখতে আসে। সূত্র মারফত খবর ফোন মারফত তাদের সঙ্গে নাকি দু’লক্ষ টাকার রফা হয়।
পুরো ব্যাপারটি আগাম পুলিশের কাছে খবর ছিল। সেই মোতাবেক পুলিশ ওই ব্যক্তির ফোন দুটিতে আগাম ট্রেকের মধ্যে রেখেছিল। তারা পরীক্ষা করতে এলে পুলিশ তাঁদের ধরতে গেলে তারা মোটর বাইক নিয়ে পালায় এবং পুলিশ তাদের পিছনে ধাওয়া করে হাতোরা জিপি অন্তর্গত ইন্দিরা মোড়ের নিকট তাদের দু’জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২১০ নকল সোনার কয়েন, এক রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। তাদের ফোনের সূত্র ধরে সাঁইথিয়া থানার পুলিশ তদন্ত করছে।
Social