মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ মঙ্গলবার মহানবমী মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। নবমীর দিন থেকেই জয়দেব কেন্দুলির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিসর্জন ঘাট পরিদর্শন করা হলো। উপস্থিত ছিলেন জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত উপস্থিত ছিলেন কনস্টেবল আক্তার হোসেন, পঞ্চায়েত প্রধান মুনমুন লাহা সহ পুজো উদ্যোক্তা ও কমিটির সভাপতিরা। জয়দেব পুলিশ ফাঁড়ি পক্ষ থেকে এদিন বিভিন্ন ঘাট পরিদর্শন করা হয়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রত্যেক ঘাটে লাইট এবং রাস্তা পরিষ্কার করার বার্তা দেওয়া হয়।
এছাড়াও পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হবে বিসর্জনের দিন। বিসর্জনের দিন দর্শনার্থীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও আটোসাঁটো করা হবে।
জয়দেব কেন্দুলি ভাই ভাই সমিতির দুর্গাপূজার সভাপতি শান্তি চট্টরাজ জানান, প্রশাসনের বিধি মোতাবেক তারা বিসর্জন প্রক্রিয়া শুরু করবেন। বিসর্জনের সময় কমিটির পক্ষ থেকে ঘাটে লাইট এবং জঞ্জাল পরিষ্কার ব্যবস্থা করা হবে।
Social