রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঘুরে দেখতে এলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। প্রথমে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথিগৃহে ওঠেন। পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি৷
দেশের শীর্ষ আদালতের ৪৯তম বিচারপতি হলেন উদয় উমেশ ললিত। এই বছরের আগস্ট মাসেই রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দ্রৌপদী মুর্মুর তাঁকে শপথ বাক্য পাঠ করান৷
এই রাজ্যের এক মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী৷ সেই বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতির পীঠস্থান ঘুরে দেখতে এলেন সুপ্রিমকোর্ট প্রধান বিচারপতি। প্রথমে তিনি আসেন বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে৷ সেখানে বিশ্বভারতীর তরফে তাঁকে স্বাগত জানানো হয়৷ পরে তিনি রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন৷ এখানেই কবিগুরুর নোবেল পদকের রেপ্লিকা সহ তাঁর ব্যবহৃত সামগ্রী, বহু লেখনি, ছবি, স্মৃতি রয়েছে। রবীন্দ্রভবনের ভিজিটর বুকে নিজের মতামতও লিখে দেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।