Breaking News

বিশ্বভারতী পরিদর্শনে প্রধান বিচারপতি

রবিশঙ্কর ঘোষ, বীরভূমঃ শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ঘুরে দেখতে এলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। প্রথমে বিশ্বভারতীর রথীন্দ্র অতিথিগৃহে ওঠেন। পরে রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি৷ 

দেশের শীর্ষ আদালতের ৪৯তম বিচারপতি হলেন উদয় উমেশ ললিত। এই বছরের আগস্ট মাসেই রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক দ্রৌপদী মুর্মুর তাঁকে শপথ বাক্য পাঠ করান৷ 

এই রাজ্যের এক মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী৷ সেই বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতির পীঠস্থান ঘুরে দেখতে এলেন সুপ্রিমকোর্ট প্রধান বিচারপতি। প্রথমে তিনি আসেন বিশ্বভারতীর রথীন্দ্র অতিথি গৃহে৷ সেখানে বিশ্বভারতীর তরফে তাঁকে স্বাগত জানানো হয়৷ পরে তিনি রবীন্দ্রভবন সংগ্রহশালা ঘুরে দেখেন৷ এখানেই কবিগুরুর নোবেল পদকের রেপ্লিকা সহ তাঁর ব্যবহৃত সামগ্রী, বহু লেখনি, ছবি, স্মৃতি রয়েছে। রবীন্দ্রভবনের ভিজিটর বুকে নিজের মতামতও লিখে দেন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *