দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বিশাল আকৃতির ময়াল সাপ উদ্ধার হল বাঁকুড়ার খাতড়ায়। এই ময়াল সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো খাতড়ার ধবনী গ্রামে। রবিবার দুপুরে খাতড়ার দহলা গ্রাম পঞ্চায়েতের ধবনী গ্রামের ধানের জমিতে সাপটিকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বাসিন্দারা সাপটি উদ্ধার করে একটি বস্তা বন্দী করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় আকারের সাপ এই এলাকায় আগে কোনোদিন দেখা যায়নি। ফলে বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে খাতড়ার বনদপ্তরে খবর দেওয়া হয় এবং বনদপ্তরের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
খাতড়ার বনদপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক পদ্মলোচন মুর্মু জানান, সাপটি প্রায় ১২ ফুট লম্বা ও প্রায় ২০ কেজি ওজনের ছিল। কিছুক্ষণ পর্যবেক্ষণের রাখার পর সুস্থ অবস্থায় সাপটিকে স্থানীয় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
Social