টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্য তথা জেলাজুড়ে উদ্ধার হচ্ছে বোমা, পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা মোহনপুর ও রাজীপুরের এরুয়ার গ্রামে বিপুল পরিমান বোমা উদ্ধার হয় আজ। এই বোমা উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, কার্যতঃ এলাকা ঘিরে রাখে ভাতার থানার পুলিশ।
উল্লেখ্য, ভাতার বিধানসভা এরুয়ার গ্রামের ভাষাপাড়া শ্মশানের একটি প্রতীক্ষালয়ে দুটি জার, একটি থলি ও একটি বস্তার মধ্যে রয়েছে বিপুল পরিমান বোমা। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে বারবার বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হওয়ায় তারা আতঙ্কে রয়েছে।
মূলত এদিন পুলিশ সূত্রে জানা যায়, ভাতারের রাজীপুর ও এরুয়ার গ্রাম মিলে চল্লিশটি তাজা বোমা উদ্ধার হয়েছে। ভাতারের রাজীপুরে ২২ টি ও এরুয়ার ১৮ টি বোমা উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
খবর দেওয়া হয় বোম নিষ্ক্রিয় করা টিমকে। তারা এসে বোমা গুলি নিষ্ক্রিয় করেন কড়া নিরাপত্তার মাধ্যমে। ভাতার এলাকার মানুষজন জানান যে এইভাবে চতুর্দিকে বোমা উদ্ধার হলে তাহলে নিরাপত্তা কোথায় থাকছে প্রশ্ন গ্রামবাসীর।
গ্রামবাসীরা আরও জানিয়েছেন, মাঠে ও বিভিন্ন পুকুরপাড়ে বোমা উদ্ধার হচ্ছে। যেকোনো সময়ই তো বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সকল গ্রামবাসীরা চাই এবিষয়ে ব্লক প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এবং এলাকায় যাতে শান্তি ফিরে আসুক সেই ব্যবস্থা করুক।
Social