কল্যাণ দত্ত, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধাড়া-র উদ্যোগে রায়নার শ্যামসুন্দরে শারদীয়া উপলক্ষে ১২০০ জন দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। এর সঙ্গে বিধায়ক তহবিল থেকে তিনটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, উদ্যান পালন উপদেষ্টা প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গের এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মন্ডল, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, অসীম পাল, জুলফিকার আলী খান সহ অনেক বিশিষ্ট অতিথিরা।
এদিন বিধায়িকা শম্পা ধাড়া বলেন, তারা সারা বছর ধরে মানুষের পাশে থাকেন এই শারদীয়ায় মানুষের মুখে হাসি ফোটাতে তারা প্রায় ১২০০ দুঃস্থ অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করলেন। বিধায়িকা আরও বলেন রায়না বিধানসভায় তিনটি অ্যাম্বুলেন্স এই এলাকার রোগীদের খুবই সুবিধা দান করবে বলে তিনি মনে করেন । হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়।।