টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বিধায়কের আশ্বাসে নিরাশ হয়ে বিডিও-র দ্বারস্থ টোটো চালকরা। সোমবার বর্ধমান দু’নম্বর ব্লকে শতাধিক টোটো চালকরা লিখিত আবেদন করেন বর্ধমান-২ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদারের নিকট। মূলত বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা টোটো চালকরা জীবন জীবিকার সমস্যার সন্মুখীন। সম্প্রতি বর্ধমান পৌরসভা ও জেলা প্রশাসনের সিদ্ধান্তের কারনে গ্রাম অঞ্চলের টোটো শহরে ঢোকা নিষিদ্ধ। এই অবস্থায় টোটো চালকদের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে। যার জন্য টোটো চালকরা উত্তর বিধানসভার বিধায়কের দ্বারস্থ হয়। কিন্তু, বিধায়কের আশ্বাসে নিরাশ হয়ে বিডিও কাছে লিখিত আবেদন করেন তাঁরা।
এদিকে হাতে গোনা আর কয়েকটা দিন শারদ উৎসবের। আর এই উৎসবে ঘরে ঘরে আনন্দে মেতে উঠবে মানুষজন অন্যদিকে এই অবস্থায় টোটো চালকদের ঘর সেই অন্ধকারে ডুবে যাবে। টোটোর যাত্রীরা বর্ধমান শহরে চিকিৎসা সহ বিভিন্ন কাজের জন্য আসে আর তাতেই বাঁধার সৃষ্টি করছে পুলিশ প্রশাসন এমনকি অনেক টোটোকে আটকানো হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন। টোটো চালকদের দাবি তাদের শহরের মধ্যেও টোটো চালাতে দিতে হবে।
এদিন বিডিও সুবর্ণা মজুমদার জানান, আমি টোটো চালকদের আবেদন দেখছি এবং এই আবেদন উপর মহলে জানাবো।
Social