প্রবীর মণ্ডল, বর্ধমানঃ বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। দেবী সরস্বতী সর্বদা বিদ্যার অধিষ্ঠাত্রী হিসাবে পূজিত হন। শনিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের স্বস্তিপল্লী অবৈঃ প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনায় মাতেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীরা।
সকাল থেকে উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলী অর্পণ করেন সকলে। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন দেবীর কাছে। কিন্তু, অন্যান্য বছরের থেকে এ বছর পড়ুয়াদের উপস্থিতি ছিল খুবই কম। করোনা মহামারী দূর করে আবারও শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন, বিদ্যার দেবী সরস্বতীর কাছে এটাই ছিল সকলের প্রার্থনা।