টুডে নিউজ সার্ভিসঃ বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদলের প্রস্তুতি শুরু করেছে দিল্লি। আগামী ১১ অগাস্ট বৈঠকে বসতে চলেছে বঙ্গ বিজেপি বলে সূত্রের খবর। এই বৈঠকে ডাকা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে।
সূত্রের খবর, এই বৈঠক থেকে সাংগঠনিক রদবদল হলে রাজ্য সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী এবং বিরোধী দলনেতার দায়িত্ব পেতে পারেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ীর হাতে।
সুকান্ত মজুমদারকে সংসদীয় দলের কোনো এক দায়িত্বে আনা হতে পারে। পাশাপাশি গুরুত্ব বাড়তে পারে দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ের। সব মিলিয়ে দিল্লির এই বৈঠক বঙ্গ বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।