দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস বক্লে আকুই-২ অঞ্চলে ছাতিমগিরি গ্রামে বাহা পূজা উপলক্ষে বাহা উৎসব অনুষ্ঠিত হলো। এটি সাধারণত আদিবাসীদের উৎসব। নানা এলাকার আদিবাসীরা এই উৎসব পালন করে। ছাতিমগিরি গ্রামে এই পূজা ৪০ বছর ধরে চলে আসছে।
শনিবার বাহা উৎসবে মেতেছে ছাতিমগিরির আদিবাসী সম্প্রদায়ের মানুষ। শুক্রবার সারারাত্রী ব্যাপি নায়কে অর্থাৎ লায়া বাড়িতে নাচগান করার পর শনিবার সকাল বেলায় ছাতিমগিরি গ্রামে গ্রামবাসী মিলে ধামসা মাদল সহকারে আদিবাসী নৃত্য করতে করতে পুরোহিতকে জাহের থানে অর্থাৎ দেবতার থানে নিয়ে আসা হয়। এরপর শাল মূলফুল দিয়ে পূজা শেষ হয়।
এরপর দুপুরে সমস্ত ভক্তদের জন্যে খিচুড়ি প্রসাদের আয়জন করা হয়। বিকালে নায়েক অর্থাৎ লায়া নিয়ে গ্রামে ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের মাধ্যমে গোটা পাড়া পরিক্রমণ করা হয়। আগামী দুই দিন ধরে এই বাহা উৎসবে মেতে থাকবে এই এলাকার আদিবাসী সমাজে সমাজে আট থেকে আশি মহিলা ও পুরুষেরা।।
Social