মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বীরভূম জেলা নানুর থানার অন্তর্গত পালিতপুর মোড়ে বাস থেকে পাঁচ বস্তা একসঙ্গে কয়েন টাকা উদ্ধার করল নানুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি বাসে তল্লাশি চালায় নানুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে নানুর থানার অন্তর্গত পালিতপুর মোড়ে। পালিতপুর মোড়ে পুলিশ বাসে তল্লাশি চালায়। তখন দেখা যায় বাসের মধ্যে পাঁচ বস্তা কয়েন বস্তাবন্দি অবস্থায় রয়েছে।
পুলিশ ওই বস্তাবন্দি কয়েনগুলিকে উদ্ধার করেন। যার মধ্যে এক বস্তা ১ টাকার কয়েন এবং চার বস্তা ২ টাকার কয়েন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশের অনুমান উদ্ধার হওয়া কয়েন প্রায় ৩-৪ লক্ষ টাকা হতে পারে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই কয়েনগুলি কলকাতায় পাঠানো হচ্ছিল। বাসের ড্রাইভার ও খালাসিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে, কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুর্শিদাবাদের ধুলিয়ান গ্রামে ওই বস্তাগুলি তুলে দেয় এবং কলকাতায় এগুলি নামিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন। কে বা কারা কি উদ্দেশ্যে ওই কয়েনগুলি কলকাতা পাচার করছিল তা নানুর থানা পুলিশ তদন্ত করছে।
Social