মোহাম্মদ ফিরোজ, বীরভূমঃ বীরভূম বরাবরই বালি মাফিয়াদের স্বর্গরাজ্য বলে পরিচিত। বীরভূমের বিভিন্ন নদী থেকে বালি উঠলেও কলকাতায় অজয় নদীর বালির চাহিদা অত্যন্ত বেশি। তাই মাফিয়াদের নজর অজয় নদীর উপরে। মূলত বর্ষার সময় নদী থেকে বালি তোলার উপর নিষেধাজ্ঞা থাকে। ইলামবাজার থানার পক্ষ থেকে এবং জয়দেব কেন্দুলি পুলিশ আউট পোস্টের পক্ষ থেকে বালিঘাট গুলোর উপরে কড়া নজরদারি রাখা হয় বরাবরই।
২৭ জুলাই ইলামবাজার ব্লকের বিডিও এবং বি.এল.এল.আর.ও জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত-এর সহযোগিতায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয় নদীতে। তাতে কোনো দুষ্কৃতী বালি মাফিয়াদের পদচিহ্ন পাওয়া যায়নি।
তবে ইলামবাজার ব্লকের বিডিও সাংবাদিকদের জানান তারা প্রত্যেকটা নদীর ঘাটের ওপর কড়া নজরদারি রাখবে এবং যে কোনো সময় তারা এইভাবে এসে নজরদারি পর্যবেক্ষণ করবেন।
পাশাপাশি জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত সাংবাদিকদের জানান, সরকারি নিয়ম অনুযায়ী পুলিশ সর্বদা নদীর ওপর নজরদারি চালাবে। কোনো বালি মাফিয়া বা বালি চুরি বরদাস্ত করা হবে না। তিনি আরও জানান এইভাবে হঠাৎ ড্রোনে নজরদারির মাধ্যমে বালি চোরদের সাবধান করা হলো।
Social