সেখ সামসুদ্দিন, মেমারিঃ ভারত জাকাত মাঝি পারগানা মহলের উদ্যোগে মেমারি-১ ব্লক কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম-এর সহযোগিতায় মেমারি-১ কিষাণ মান্ডিতে ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকর-এর ১৩১তম জন্মদিবস পালন করা হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বাবাসাহেবের ছবিতে মাল্যদান করেন দিশম প্রামানিক, বাদল কিস্কু সহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন দিশম জগ পারগানা সুচাঁদ মুর্মু, দিশম জগ গডেৎ ত্রিশুরাম টুডু, দিশম সুসৌরিয় ডঃ সমীরণ মাণ্ডি, পশ্চিমবঙ্গ পনৎ পারগনা রবীন্দ্রনাথ মুর্মু, পনৎ গোরেদ উপেল মান্ডি, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সনাতন হেমব্রম প্রমূখ। সনাতন হেমব্রম জানান, এদিন বাবা সাহেবের জন্মদিন উপলক্ষে আলোচনা এবং তাদের ধর্মীয় কিছু কাজের বিষয়ে আলোচনা এবং ঘোষণা করেন জেলা আর্চারি অ্যাসোসিয়েশন গঠন করার কথা। এই অ্যাসোসিয়েশনে থাকছেন মেমারি জোনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি তথা শশীনার হাই স্কুলের শিক্ষক রূপ কুমার ঘোষ, বর্ধমান সদর সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জয়েন্ট সেক্রেটারি তথা মোহিনী মোহন বসু হাইস্কুলের শিক্ষক বিপ্লব রায়, বর্ধমান আদর্শ বিদ্যালয় শিক্ষক বদ্ধিনাথ হেমব্রম, বর্ধমান রাজ কলেজের শিক্ষক প্রদীপ্ত কুমার ঘোষ প্রমূখ। এদিনের এই মঞ্চ থেকে দিশম পারগানা রামচন্দ্র মুরমু’র মৃত্যু হওয়ায় নতুন কাউকে দিশম পারগানা নির্বাচিত করা হবে।
Social