Breaking News

বাংলার সংবাদমাধ্যম বিরোধীদের এজেন্সী হিসেবে কাজ করছে : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

   

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বাংলার সংবাদমাধ্যম বিরোধীদের এজেন্সী হিসেবে কাজ করছে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নে এমনি প্রতিক্রিয়া দিলেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রামপুরহাট এবং আনিস হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করলেন না তিনি। রবিবার শান্তিপুর ব্লক আইএনটিটিইউসির পক্ষ থেকে শান্তিপুর বাগআঁচড়া তড়িৎ সংঘের মাঠে এক স্বেচ্ছায় রক্তদান শিবির, মহিলা প্রীতি ফুটবল প্রতিযোগিতা, দুঃস্থদের বস্ত্র বিতরণ, এবং পথদুর্ঘটনা থেকে সচেতন করার পাশাপাশি যুবকদের হাতে তুলে দেয়া হলো একটি করে হেলমেট। 

শান্তিপুর ব্লক আইএনটিটিইউসির এই একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেল, রাজ্য আইএনটিটিইউসির সভাপতি  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া উপস্থিত ছিলেন, নদীয়া দক্ষিণের তৃণমূল জেলা সভাপতি রত্না ঘোষ কর, জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, শান্তিপুরের নবনির্বাচিত তৃণমূল বিধায়ক ব্রজকিশোর  সহ তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্ব। শান্তিপুর ব্লকে এই প্রথম আইএনটিটিইউসির বৃহৎ কর্মসূচি, আইএনটিটিইউসির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানে আগত প্রত্যেক তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় শান্তিপুর আইএনটিটিইউসি সভাপতি সনৎ চক্রবর্তী। 

এদিন আইএনটিটিইউসির বিভিন্ন কর্মসূচির অনুষ্ঠানের শেষে রাজ্য আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করলে সরাসরি সংবাদমাধ্যমকে আক্রমণ করলেন তিনি। তিনি বলেন, বিরোধীরা কি বলছে তার থেকেও বড় কথা সাংবাদিকদের একটা অংশ এখন বিরোধীদের হয়েই কথা বলছে, এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। স্বভাবতই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে সরাসরি আঘাত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর। তিনি রাজ্যের আইন শৃঙ্খলার ওপর আস্থা রেখে বলেন মমতা ব্যানার্জির যেভাবে শক্ত হাতে কাজ করছে তার নজির অন্য কোথাও নেই।

About Burdwan Today

Check Also

সম্পত্তিগত বিবাদের জেরে ভয়ঙ্কর কাণ্ড, দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন

দেবনাথ মোদক, বাঁকুড়াঃ সম্পত্তিগত বিবাদের জেরে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ভাইয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *