টুডে নিউজ সার্ভিস, সিউড়িঃ “বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা- সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ” সোমবার সন্ধ্যায় সিউড়ি সিধু কানহু মঞ্চে ভাষা দিবসের অনুষ্ঠানে শহীদ বেদিতে পুস্পাঞ্জলি নিবেদন করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী, সাংবাদিক তাপস বন্দ্যোপাধ্যায়, হেমাভ সেনগুপ্ত প্রমুখ।
বীরভূম জেলা তথ্য সংস্কৃতি দফতরের আহ্বানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ সিউড়ি শৃঞ্জন সাংস্কৃতিক সংস্থার নিবেদন – “বাংলায় জেগে রই।” নৃত্যার্পনের পরিচালনায় মৌমিতা বিষ্ণু। নৃত্যে অংশগ্রহণ করেন, দেবস্মিতা দত্ত, সুস্মিতা গিরি, রিম্পা হাজরা, তানিয়া চ্যাটার্জী, রিম্পা পাল, সপ্তিকা ঘোষ। আলো সরূপ সরকার, প্রক্ষেপন সায়ন্তন ঘোষ।
বীরভূম জেলা তথ্য সংস্কৃতি ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী বলেন, ‘প্রতি বছরের মত চিরাচরিত ঐতিহ্য মেনে যথা যোগ্য মর্যাদায বীরভূম জেলা তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’
ভাষা দিবসের তাৎপর্য ব্যাখা করেন সুশান্ত রাহা। তিনি বলেন, ‘মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা‘। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। মাতৃভাষায় সকলে উজ্জীবিত হোক।”
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুপ্রিয়া ঘোষাল সম্প্রদায়। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত।