বাংলায় চলছে কন্ট্রাক্টরি রাজ, যদি কন্ট্রাক্টরিই বন্ধ হয়ে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে : দিলীপ ঘোষ

Burdwan Today
2 Min Read

বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ বাংলায় চলছে কন্ট্রাক্টরি রাজ। যদি কন্ট্রাক্টরিই বন্ধ হয়ে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে তাহেরপুরের একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে এমনই আক্রমণ করলেন বিজেপি-র কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রানাঘাটে চায়ে পে চর্চা অনুষ্ঠান সেরে তাহেরপুরে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস গভারমেন্ট অফ ইন্ডিয়া আর স্টান আইডেন্টি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। এই দিন যোগদান করে মূলত রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিষয়ে আক্রমণ করেন। মূলত তিনি তাঁতশিল্প থেকে বিভিন্ন হস্তশিল্পের দিকেই মনোনিবেশ করে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে বলেন। মাসে ৫০০ টাকার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা না করে বিভিন্ন হস্তশিল্পর মাধ্যমে আর্থিক স্বাবলম্বী হবার কথা বলেন। এই দিন তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ্যে অরাজকতা চলছে। যেকোনোভাবে বিজেপি কর্মীদেরকে হত্যা ও মিথ্যে ভাবে তাদেরকে আইনি দিক থেকে ফাঁসানো এটাই শাসকদলের কাজ। 

এদিন দিলীপ ঘোষ জানান, আমাদের বিজেপি কর্মী সমর্থকদের প্রায় ৪২ হাজার কেস দিয়েছে আর দু’শোর বেশি কর্মীকে হত্যা করেছে এবং গরিব মানুষের টাকা লুট করেছে। যারা গরিব মানুষের টাকা লুট করেছে হত্যা করেছে তাদের কাছে সিবিআই আসবে এবং ইডি আসবে তাদেরকে কোর্টে যেতে হবে জেলেও যেতে হবে, ধমকে চমকে কিছু করতে পারবেন না এটা রাজ্য পুলিশ নয় যে তিনি চমকে দিয়ে চলে যাবেন। যারা সিবিআইকে ভয় পাই যখন বিরোধী আসনে থাকেন তখন সিবিআই সিবিআই করেন। যখন সিবিআই  আসে তাদের লোকেদেরকে ধরতে তখন পুলিশ দিয়ে সিবিআইকে জেলে ভরে দেন। যারা কোনো সংবিধান মানেন না কোর্ট মানেন না তাদেরকে একদিন কোর্টের সামনে আসতে হবে। বাংলায় চলছে কন্ট্রাক্টরি রাজ যদি কন্ট্রাক্টরিই বন্ধ হয়ে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে। নাম না করে রাজ্যের শাসক দলকে এমনই একাধিক আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *