বিশ্বজিৎ বিশ্বাস, নদীয়াঃ আদালতে হাজির করার সময় এক সমাজবিরোধী পুলিশের হাত থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিল নদীয়ার ভীমপুর থানার জলকর মথুরাপুরের একটি ইটভাটায়। সূত্রের খবর বাংলাদেশ থেকে পলাতক ওই অভিযুক্ত চোরাপথে ঢুকে পড়ে ভারতবর্ষে। এই ঘটনায় ওই যুবককে গ্রেফতার করে নদীয়ার ভীমপুর থানার পুলিশ। বাংলাদেশে ডাকাতি, মার্ডার সহ বিভিন্ন ধরনের লুটপাটের অপরাধের জন্য বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর আদালতে তোলার সময় কোটচাঁদপুর এলাকা থেকে পুলিশকে ঠেলে ফেলে দিয়ে সে পালিয়ে যায়।
বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে ভারতে আশ্রয় নেয়। কিন্তু, তাতেও শেষ রক্ষা হল না গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার পুলিশ তাকে হাতেনাতে ধরে এবং পুলিশের জেরায় সে জানায় যে, বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখানে বসবাস করার চেষ্টা করে। ওই অভিযুক্তরা নাম সাইদুল সেখ(৩৭), বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার রায়পুরের বারান্দী গ্রামের বাসিন্দা। এদিন তাকে কৃষ্ণনগর দায়রা আদালতে তোলা হয়। তবে এখানে কাদের সহযোগিতায় সে এখানে বসবাস করছিল এ বিষয়ে তদন্ত শুরু করেছে নদীয়ার ভীমপুর থানার পুলিশ।
Social