দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ সকাল হলেই শুরু হয় বাঁশ, বেত দিয়ে গৃহস্থালির জিনিস তৈরির কাজ। পরিবারের সকলে মিলে এই কাজ করে তা বাজারে বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে কোনমতেই সংসার চলে। আজকাল বাজারে প্লাস্টিকের জিনিস তৈরি হওয়ায় এই বাঁশ শিল্পের চাহিদা নেই বলেই চলে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাসপুর অঞ্চলে হলদি গ্ৰামে ডোম সম্প্রদায়ের কিছু পরিবার বসবাস করেন। বাড়িতে বসে নিপুণ ভাবে কাজ করে চলেছেন।
এক কারিগর বলেন, আমাদের বাবা, দাদুরা এই কাজ করে গেছেন। বর্তমানে আমরা এই কাজ করে যাচ্ছি। কালের স্রোতে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের গৃহস্থের জিনিসপত্র তৈরি হওয়ায় বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদার ভাটা পড়েছে এবং হারিয়ে যাচ্ছে পূর্বপুরুষের পেশা।