দেবজিৎ দত্ত, বাঁকুড়াঃ রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার এ বছর দুয়ারে সরকার পঞ্চম বছরে পা দিল। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই দু’নম্বর অঞ্চলে খড়শী মাগনপুর হাই স্কুলে ফুটবল মাঠে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো। এই শিবির থেকে লক্ষ্মী ভান্ডার, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী,জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জমির মিউটেশন সংক্রান্ত তথ্য, বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে উপভোক্তাদের ঢল ছিল চোখে পড়ার মতো ছিল।
এদিন ইন্দাস ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শিবাশীষ দাস এদিন দুয়ার সরকারের শিবির খতিয়ে দেখেন এবং খড়শী মাগনপুর স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে তিনি দুয়ারে সরকারের প্রকল্প সম্বন্ধে ওই স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিটা ক্যাম্পে নিয়ে গিয়ে বোঝালেন।