টুডে নিউজ সার্ভিস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা সদরে বহরমপুরে সোমবার সন্ধ্যায় জনসম্মুখে সুতপা চৌধুরী নামের এক কলেজছাত্রীকে খুন করে সুশান্ত চৌধুরী নামের এক যুবক। ধৃত সুশান্ত চৌধুরীকে গতকালি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায় মালদা গামী একটি বাস থেকে গ্রেফতার করা হয়। ধৃতকে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করল বহরমপুর থানার পুলিশ প্রশাসন। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত সুতপা চৌধুরী ও ধৃত সুশান্ত চৌধুরীর বাড়ি মালদা জেলায়।
জানা গিয়েছে, তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল আর সেই প্রেমের সম্পর্কে চিড় ধরায় সুতপা চৌধুরীকে নৃশংসভাবে খুন করে সুশান্ত চৌধুরী। বহরমপুর থানার পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করে খতিয়ে দেখছে শুধুই কি প্রেমের চিড় ধরার কারণে জনসম্মুখে নিশংসভাবে সুতপা চৌধুরী-কে খুন করল সুশান্ত চৌধুরী নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য। বহরমপুরের এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে।