টুডে নিউজ সার্ভিস, মেদিনীপুরঃ ইলিশের দেখা মেলে বর্ষাকালে অথচ এবার সেই ইলিশের দেখাই মিলেছিল না সারা মরশুম ধরে কিন্তু বসন্তকালে দীঘা মহানা মৎস্যজীবীদের জালে গভীর সমুদ্রের ধরা পড়লো পেল্লাই সাইজের প্রচুর পরিমাণ ইলিশ। অসময়ে প্রচুর পরিমাণ ইলিশের আগমনে খুশি মৎস্যজীবীরা। কয়েক কয়েক দিন ধরেই দীঘা মহোনার মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকেই ধরা দিচ্ছে পেল্লাই সাইজের ইলিশ এমনিতেই এখন দীঘায় দোল উৎসবের ছুটি কাটাতে প্রচুর পর্যটক ভিড় করেছেন তারাও ইলিশ মাছ পেয়ে বেজায় খুশি। অসময়ের ইলিশ হলেও দাম নাগালের মধ্যে ১ কেজি ওজনের ইলিশ মাত্র ৭০০ টাকায়, ৬০০-৮০০ গ্রাম সাইজের ইলিশ ৫০০ টাকায় ,১৫০০ গ্রাম সাইজের ইলিশ হাজার টাকা, ২ কেজি ওজনের দেড় হাজার টাকা।
দীঘা মহানা মাছ কেনার জন্য অনেক পর্যটক যেমন ভিড় করেছেন তেমনি দীঘা নেহেরু মার্কেটেও প্রচুর ইলিশের যোগান হয় অনেকেই ভিড় করেছেন মাছ কেনার জন্য। মৎস্যজীবীরা জানান বসন্তকালে সচরাচর ইলিশের দেখা মেলে না এবার অসময়ে ইলিশ ধরা পড়তে অনেকেই বেজায় খুশি। দীঘা মোহনার মৎস্যজীবীদের থেকে জানা গেছে প্রতিদিন গড়ে একেকটি ফিশিং বোটে দুই থেকে তিন কুইন্টাল মাছ ধরা পড়ছে, দীঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে কয়েকদিন ধরে ৪০০ থেকে ৫০০ কুইন্টাল ইলিশ নিলাম হচ্ছে।
Social