টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে পালিত হলো বসন্ত উৎসব ২০২২। দোল উপলক্ষে আয়োজিত এই বসন্ত উৎসবে বিদ্যালয়ের ছাত্ররা সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।
এছাড়াও এদিন শহরের বিভিন্ন নৃত্য দল ও তাদের অনুষ্ঠান পরিবেশন করে। এদিনের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাভ চক্রবর্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি বিশিষ্ট আইনজীবী শোভন কুমার।