টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানে চলন্ত সরকারি বাসে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে আগুন আতঙ্কে যাত্রীরা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে। ঐ যাত্রীবাহী বাসটি নবাবহাট থেকে গাংপুর হাটতলা ফিরছিল। হঠাৎই আলিশা স্ট্যান্ডের কাছে বাস থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে থাকে। বাসের চালক ধোঁয়া দেখতে পেয়ে বাসটি দাঁড় করিয়ে দেন এবং যাত্রীরা বাস থেকে নেমে যায়। যার ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। প্রাথমিক অনুমান যান্ত্রিক সমস্যার কারনে এই ঘটনাটি ঘটেছ৷ তবে বাসে আগুন লাগেনি। গাড়িটির টার্বোটা ফেল হওয়ায় প্রচুর ধোঁয়া বেরতে থাকে যা দেখে মনে হয় বাসে আগুন লেগেছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সূত্রে জানা গেছে, যান্ত্রিক গোলযোগের কারনেই এই ঘটনা ঘটেছে। তবে কোনো যাত্রী আহত হয়নি। অপরদিকে এদিনের এই ঘটনায় সরকারি বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীদের একাংশ।
Social