টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রবিবার সাতসকালে বর্ধমান পৌরসভা দু’নম্বর ওয়ার্ডের বাথানপাড়া এলাকায় বোমা ফেটে আহত এক ব্যক্তি। এদিন সকালে বাগান পরিষ্কার করছিলেন অসীম বিশ্বাস, সেই সময় বোমাটি ফেটে যায় এবং আহত হন তিনি। এলাকার মানুষ তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত ওই ব্যক্তি বর্ধমান বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় দু’নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
খবর পেয়ে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকায় আরও বোমা আছে কিনা তার তল্লাশি চলে। পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়া হয়েছে পুরো এলাকা। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও অন্যান্য পুলিশ আধিকারিকগন। তদন্ত চলছে এলাকায় আর কোনো জায়গায় বোমা রাখা আছে কি নেই। আগের দিন ৪টি বোমা উদ্ধার হয়েছিল কেষ্টপুর এলাকা থেকে তার ২৪ ঘন্টা হতে না হতেই আবার এই দুর্ঘটনা ঘটলো শহর বর্ধমান দুই নম্বর ওয়ার্ডে বাহির সর্বমঙ্গলা এলাকায়।