টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমান প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয়েছে দু’দিনের এক বিশেষ নৃত্য কর্মশালার। ১০ ও ১১ জুনের এই কর্মশালার মূল বিষয় সরাইকেল্লা ছৌ। প্রসঙ্গত, প্রতিভা কালচারাল সেন্টারের উদ্যোগে বেশ কিছু বছর আগে ময়ূরভঞ্জ ছৌ নৃত্যের কর্মশালার আয়োজন করে ছিল। তবে সরাইকেল্লা ছৌ কর্মশালা এই প্রথম। এই কর্মশালায় শিক্ষক হিসেবে উপস্থিত হয়েছেন সরাইকেল্লা ছৌ প্রখ্যাত শিল্পী শ্রীমতি শেলী পাল। প্রতিভা কালচারাল সেন্টারের ওড়িশি নৃত্য শিক্ষার্থীরাই এই কর্মশালায় সরাইকেল্লা ছৌ-এর আকর্ষণীয় কসরত গুলি শিখছেন শ্রীমতি শেলী পালের সহযোগিতায়।
প্রতিভা কালচারাল সেন্টারের কর্ণধার পিয়ালী ঘোষ জানান, “ওড়িশি নৃত্যের পাশাপাশি বিশেষ কর্মশালার আয়োজন করে ছৌ নৃত্য শিক্ষার্থীদের শেখানো হচ্ছে তার কারণ এই নৃত্য যেমন তাদের শারীরিক গঠনে সহায়তা করবে, তেমনই অন্যান্য নৃত্যের মাঝে ছৌ নৃত্য প্রদর্শন তাদের পরিবেশনাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে। তাছাড়া আমি মনে করি আমাদের দেশের সমস্ত শিল্পকলা সম্পর্কে প্রত্যেকের জানা এবং শেখা উচিত, যাতে প্রাচীন এই শিল্পকলাগুলি পরবর্তী সময়ে হারিয়ে না যায়।”
Social