টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায়ও ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ৯ নভেম্বরের জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জন। আর এই প্রকোপ রোধের জন্য মানুষকে সচেতন করার পাশাপাশি সরকারিভাবে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচী।
বর্ধমান ১ ব্লক প্রশাসনের নির্দেশে বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিভিন্ন গ্রামে করা হচ্ছে জমা জল ও ড্রেনের আবর্জনা পরিষ্কারের বিশেষ কর্মসূচী। পাশাপাশি করা হচ্ছে মশামারার ওষুধ ও স্যানিটাইজার ছড়ানোর কাজও। রবিবার উদয়পল্লী সংসদের উদয়পল্লী বাজার সহ বিভিন্ন এলাকায় বেলকাশ পঞ্চায়েতের ভিসিটি টিমের তত্ত্বাবধানে করা হল জমা জল ও ড্রেনের আবর্জনা পরিষ্কার। করা হল মানুষকে সচেতনও। আর এদিনের এই কর্মসূচীর পরিদর্শনে উপস্থিত ছিলেন বেলকাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহানার খাতুন, উপপ্রধান মানিক নন্দী, সদস্য সুশীলা অধিকারী সহ অন্যান্যরা।