টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ বর্ধমানের হেরোইন কারবারি পাকড়াও এসপিএফ-এর জালে বাবা ও ছেলে। ঘটনায় চাঞ্চল্য বর্ধমান শহরজুড়ে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতা ও বর্ধমান থানার পুলিশের সহযোগিতায় শহর বর্ধমানের আলিশা গোপালনগর থেকে গ্রেফতার বাবা ও ছেলে। অভিযুক্ত দুই ব্যক্তির নাম বাবর মণ্ডল ও রাহুল মণ্ডল। দীর্ঘদিন যাবৎ আলিশা গোপালনগরের স্থায়ী বাসিন্দা।
স্থানীয়রা জানান, রাত্রি ১১টার সময় বাড়ি থেকে দুই ভ্যান পুলিশের গাড়ি এসে বাবা ও ছেলেকে তুলে যায়। কার্যতঃ জানা গেছে তারা নাকি হেরোইনের ব্যবসার সঙ্গে যুক্ত। তারা এও জানান, এলাকায় বসবাস করলেও এলাকাবাসীর সঙ্গে কোনদিনই তেমন কোথা হয় না এই পরিবারের। হঠাৎই এই ঘটনা শুনে এলাকাবাসী হিসেবে লজ্জা বোধ হচ্ছে।
হেরোইন কারবারিদের বিষয়ে বর্ধমান জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিন বিকেল নাগাদ স্পেশাল টাস্ক ফোর্সের প্রতিনিধিরা ধৃত দুই হেরোইন কারবারিদের কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।