টুডে নিউজ সার্ভিস, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের খাগড়াগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ বর্ধমান থানার পুলিশ ২ যুবককে গ্রেফতার করে। ধৃতরা হলেন সঞ্জয় কুমার ও ভোলা কুমার। জানা যায়, তাদের বাড়ি বিহারে, বর্ধমানের খাগড়াগড় এলাকা থেকে গ্রেফতার হয় দুই যুবক। এদিন ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।
ডিএসপি হেড কোয়ার্টার অতনু ঘোষাল জানান, তাদের রিমান্ডে নেয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। এরা মহিলা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গেছে।