বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে উদ্যোগ, ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট

Burdwan Today
2 Min Read

পাপু লোহার, কাঁকসাঃ কাঁকসা ব্লকের কাঁকসা স্পোটিং ক্লাবের উদ্যোগে দুই দিবসীয় ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সারা ভারতবর্ষে যখন আইপিএলের ফাইনাল দেখতে ব্যস্ত সেই সময় বর্তমান  প্রজন্মকে মাঠমুখী মোল্লাপাড়া স্পোটিং ক্লাব ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা হলো। এদিনের অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে আসেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার কামালেন্দু মিশ্র, জাতীয় পুরস্কার প্রাপ্ত তীরন্দাজ রিমলি হেমব্রম, ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সম্পাদক প্রণব শেঠ, কাঁকসা স্পোটিং ক্লাবের  সম্পাদক সাবিরুল মল্লিক,  সমাজসেবী ছোটন লালা সহ কাঁকসা স্পোটিং ক্লাবের অন্যান্য সকল ক্লাব সদস্যরা । 

এই টুর্নামেন্টে মোট ২৬টি টিম অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় কাঁকসা ছিলিম চায়না পরাজিত হয় বর্ধমান ২ একাদশ-এর কাছে। বর্ধমান ২ একাদশ জয়ী  ট্রফি ও পুরস্কার হিসাবে মোটর বাইক নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ও বিজয়ী দলের পুরস্কার হিসেবে একটি এসি দেওয়া হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রাক্তন ক্রিকেটার কামালেন্দু মিশ্র বললেন বর্তমান প্রজন্মকে মুঠোফোন আর কম্পিউটারে ব্যস্ত থাকার পেছনে একমাত্র দায়ী বাড়ির অভিভাবকেরা। ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও দরকার আর সেটার জন্য বাড়ির বাবা-মাকে উদ্যোগ নিতে হবে। তিনি আরও জানান এই বয়সেও তিনি রোজ মাঠে যান ক্রিকেটকে তিনি পেশা হিসেবে নয় নেশায় হিসেবে দেখেন। আর বাচ্চাদের বললেন মানুষের মতো মানুষ হতে গেলে সুস্থ-সবল হতে গেলে ও পড়াশোনায় মন বসাতে গেলে বাচ্চাদের মাঠে যাওয়াটা অবশ্যই দরকার। শুধু জেতার জন্য নয় মানুষ হওয়ার জন্য সকলের সাথে মিলেমিশে থাকার জন্য বাচ্চাদের অবশ্যই মারমুখী করতে হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *