দেবনাথ মোদক, বাঁকুড়াঃ বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদোগে আর্চির সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা ও বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হল হীড়বাঁধে। শুক্রবার সকালে হীড়বাঁধের ফরেস্ট রেস্ট হাউসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিন বনকে সুরক্ষা দেওয়া জন্য বিভিন্ন সচেতনতা মুলক বার্তা দেওয়া হয় পাশাপাশি বন সুরক্ষা কমিটিরদের হাতে কৃষি যন্ত্র পাতি তুলো দেওয়া এই কর্মসূচি থেকে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি, মূখ্য বনপাল কেন্দ্রীয় চক্র ড. এস কুনাল ডাইভেল, ডিএফ ও বাঁকুড়া দক্ষিণ বন বিভাগীয় বিজয় কুমার, ডিএফও পাঞ্চেত সত্যজিৎ রায়, বাঁকুড়া উত্তর বনবিভাগ ডিএফও উমর ইমাম।
এদিন বন দপ্তরের পক্ষ থেকে জানা যায়, হীড়বাঁধের বিভিন্ন জঙ্গলে আগুন না লাগানো, গাছ কাটা ও বিশাক্ত সাপকে যাতে কেউনা মেরে ফেলে এবং সেই সাপকে ধরে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া এই জন্য এদিন বনকর্মীরাদের হাতে স্নেক কেচার তুলে দেওয়া হয় পাশাপাশি এলাকার মানুষকে এবিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
Social